ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

টেস্ট দলে নেই মুস্তাফিজ, ফিরেছেন তামিম 

খেলা ডেস্ক

প্রকাশিত: ২২:৫৭, ১ ফেব্রুয়ারি ২০২০  

ফাইল ফটো

ফাইল ফটো


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। 

দলে ফিরেছেন তামিম ইকবালসহ আরো কয়েকজন। বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও সাদমান ইসলাম।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। এর আগে প্রথম দফায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। দ্বিতীয় দফায় একটি টেস্ট ম্যাচ খেলতে ৪ ফেব্রুয়ারি ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা। 

৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।

ঘোষিত এই টেস্ট দলে তামিম ইকবাল ছাড়াও ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও রুবেল হোসেন। এর আগে শনিবার সকালে পাকিস্তান দল ঘোষণা করে পিসিবি।

তৃতীয় দফায় পাকিস্তান গিয়ে সিরিজের শেষ টেস্ট খেলবে টাইগাররা। করাচিতে সেই ম্যাচটি ৫ এপ্রিল থেকে শুরু হবে। এর আগে ৩ এপ্রিল একই ভেন্যুতে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।

নিউজওয়ান২৪.কম/এমজেড

খেলা বিভাগের সর্বাধিক পঠিত